Home দুর্ঘটনা ফরিদপুরে আগুনে পুড়ল পাটের গোডাউনসহ ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

ফরিদপুরে আগুনে পুড়ল পাটের গোডাউনসহ ১৭ ব্যবসা প্রতিষ্ঠান

1943
0
SHARE

ফরিদপুরের অন্যতম বৃহত্তর ব্যবসায়ী অঞ্চল কানাইপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সন্ধ্যা সাতটার দিকে বাজারের খাসকান্দি মোড় একটি ওয়েলডিং মেশিন ( ইঞ্জিনিয়ারিং ওর্য়াক সপ) থেকে আগুনের সূত্রপাত।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন বলেন, ১৭টি ব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। রাত আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, বাজারের ওয়েলডিং মেশিন ইঞ্জিনিয়ারিং ওর্য়াক সপ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। এরপর একটার পর একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে আগুন ধরে। পাটের বেশ কয়েকটি গোড়াউন আাগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে।

ফরিদপুর ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন মাস্টার সাইফুজ্জামান জানান, পাটের গোডাউন ও তেলের ( জ্বালানী তেল) ঘরে আগুন ধরে যাওয়ায় তা ভয়াবহ আকারে রূপ নেয়।

তিনি বলেন, ফরিদপুর ফায়ার সার্ভিসের তিনটি, বোয়ালমালী, মধুখালী ও রাজবাড়ীর একটি ইউনিট মোট ৬টি ইউনিট আগুন নিভানোর কাজে অংশ নেয়। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখন নিরূপণ করা সম্ভব হয়নি।