বার্ন ইউনিটের ডাক্তাররা জানান যে,”শনিবার সকাল ৯টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে তার হাতের অপারেশন শুরু হয়”
চিকিত্সকদের ধারণা, সে ডারমাল ভাসকুলার ম্যালফরমেশন, লিমফেটিক ম্যালফরমেশন, নিউরোফাইব্রো-ম্যাটোসিস কিংবা কনজেনিটাল হাইপারক্যারাটোসিস-এই চারটি চর্মরোগের মধ্যে যে কোনো একটি রোগে জটিলভাবে আক্রান্ত। বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে (১১) গত ১১ জুলাই (মঙ্গলবার) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।