অভাবী ছেলের কাহিনী নিয়ে আসছে.. একজন রাশেদের গল্প…. গ্রামের একটা ছেলে রাশেদ…চাকরী তাড়নায় ঢাকা আসে কিন্তু চাকরী চলে যায়…চলে যায় অন্ধকার জগতে ডুকে যায়.. আস্তে আস্তে ছিনতাই কারী হতে শুরু করে… অভাবের তাড়নায় লাস্ট পযায়ে মোবাইল ছিনতাই করার সময় পাবলিক এর হাতে ধরা পড়ে মারা যায় রাশেদ….
এরপর রাশেদের মা এর ফোন আসে।।।কিন্তু রাশেদ তো ফোন তো ধরতে পারে না…কারণ রাশেদ তো মৃত……সেই গ্রামের একটা ছেলে রাশেদকে নিয়ে করা এই শর্ট ফিল্মটি।
শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন সিব্বির আহমেদ সুমন..রচনা পলাশ
মাহমুদুল ও সহ পরিচালনা করেছেন তারেক আহমেদ।…
শর্ট ফিল্মটি দেখতে পারবেন তাদের Bluck cut Youtube চ্যনেলে…