টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে শুক্রবার অভিনন্দন জানিয়েছেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ আল-ওথাইমিন।
শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় ড. ইউসুফ আল-ওথাইমিন বলেছেন, অর্থনৈতিক অগ্রগতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টায় বাংলাদেশকে সম্ভাব্য সব সহায়তার জন্য প্রস্তুত রয়েছে ওআইসি।
অভিনন্দন বার্তায় উত্তর কোরিয়া সংসদের প্রেসিডেন্ট বলেন, আপনি পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ।
এর আগে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল (অব.) প্রযুত চান ও চা শেখ হাসিনাকে অভিনন্দন জানান। তিনি বলেন, আপনার নেতৃত্বাধীন সরকারের বিগত সময়ে থাইল্যান্ড পাশে ছিল। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশ একত্রে কাজ করেছে। আপনার ধারাবাহিক নেতৃত্ব ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও প্রসার ও শক্তিশালী করতে সহায়তা করবে।