Home দুর্ঘটনা রাজধানীর পোশাক কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ

রাজধানীর পোশাক কারখানায় আগুন, তিন শ্রমিক দগ্ধ

2048
0
SHARE
পোশাক কারখানায় আগুন
পোশাক কারখানায় আগুন

রাজধানীর কাফরুল থানার পূর্ব কাজীপাড়ায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে । শনিবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মহিউদ্দিন, আল-আমিন ও মাসুম। তারা কারাখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে।

ফায়ার সদর দফতরের ডিউটি অফিসার মাহফুজ রিভেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত চেষ্টা চালিয়ে ৪টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।