Home ক্রিকেট বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ l

বাবা হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ l

1668
0
SHARE

পুত্র সন্তানের বাবা হয়েছেন ক্রিকেটার তাসকিন l গতকাল  শনিবার রাত ১০টার পরে তার ফেসবুক পেজে বাবা হওয়ার বিষয়টি জানালেন তিনি। এ সময় স্ত্রী ও পুত্রের সঙ্গে সেলফি তুলে সেটা ফেসবুকে দিলেন  তাসকিন আহমেদ

এ বিষয়ে তাসকিন বলেন, ‘আলহামদুলিল্লাহ! ছেলে সন্তানের বাবা হয়েছি। খুব খুশি লাগছে। মা ও ছেলে দু’জনেই ভালো আছে। আমার ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।’