বাজারে এসে গিয়েছে বহুল প্রতীক্ষিত আইফোন এক্স। আইফোনের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে অ্যাপলের এই নতুনতম স্মার্টফোন আইফোনপ্রেমীদের মধ্যে সাড়া ফেলে দিয়েছে।ফোনটি পেতে অনেকেই দিয়েছিলেন আগাম বুকিং। আর দোকানের সামনে লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থেকে সেই ফোন সংগ্রহও করেছেন তারা৷ তবে এক যুবক আইফোন এক্স আনতে গেছেন ঢাকঢোল পিটিয়ে।
ভারতের মুম্বাইয়ে দেখা গেল এমনই এক আইফোন পাগলকে। ঘোড়ায় চড়ে, ব্যান্ড পার্টি নিয়ে ফোন কিনতে এলেন তিনি।
মহেশ পাল্লিভাল নামের ওই ব্যক্তি থাকেন থানেয়। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি থানের হরিনিবাস এলাকায় আইফোন এক্স কিনতে আসেন ঘোড়ায় চড়ে। সঙ্গে ঢাক ঢোল সহযোগে ব্যান্ড পার্টি। ঘোড়া থেকে নামেনওনি মহেশ। দোকানের মালিক আশিস ঠক্কর নিজে বেরিয়ে এসে তাঁর হাতে আইফোনের বাক্স তুলে দেন।
আইফোন এক্সই এখনও পর্যন্ত মার্কিন স্মার্টফোন কম্পানি অ্যাপলের সবথেকে দুর্মূল্য আইফোন। এর দাম শুরু ৮৯ হাজার রুপি থেকে, ১ লাখ ২ হাজার রুপি পর্যন্ত।
যাঁরা আগে অর্ডার দিয়েছিলেন, তাঁরাই এখন শুধু পাচ্ছেন এই আইফোন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ভারতে আইফোন এক্স বিক্রি শুরু হয়েছে।