Home ক্রিকেট চিটাগং ভাইকিংসের অধিনায়কতত্ব থেকে বাদ মিসবাহ!

চিটাগং ভাইকিংসের অধিনায়কতত্ব থেকে বাদ মিসবাহ!

1999
0
SHARE
খুলনার হয়ে মাহমুদউল্লাহ রিয়াদ টস করতে এলেও চিটাগংয়ের হয়ে এসেছেন লুক রনকি। আসলে আজ বিপিএলে দ্বিতীয় ম্যাচে চিটাগং দল সাজিয়েছে নিয়মিত অধিনায়ক মিসবাহ-উল হককে ছাড়াই। মিসবাহর অনুপস্থিতিতে আজকের ম্যাচে চিটাগংয়ের অধিনায়ক লুক রনকি। প্রথম ওভারের শেষ বলে তাঁকে তুলে নেন খুলনার পেসার আবু জায়েদ।  মিসবাহ ছাড়াও শুভাশিস রায় ও দিলশান মুনাবিরাকে বসিয়ে স্টিয়ান ফন জিল, নজিবুল্লাহ জাদরান ও আল আমিনকে একাদশে টেনেছে চিটাগং। খুলনার দলেও রয়েছে পরিবর্তন। জোফ্রা আর্চার ও আকিলা ধনঞ্জয়ের বদলে দলে ঢুকেছেন সেকুগ্গে প্রসন্ন ও কাইল অ্যাবোট।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.