Home বলিউড ও অন্যান্য চুরি হল রণবীরের প্রেমিকা !!!!

চুরি হল রণবীরের প্রেমিকা !!!!

2104
0
SHARE
সংগ্রহিত ফূটেজ
ronbir sing

বলিউডের ‘সুপা্রস্টার’ রণবীর সিং কে কেউ প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিতে পারে? ত্যাগ করতে পারে তাঁকে? না, রণবীরের বর্তমান প্রেমিকা দীপিকা পাড়ুকোনের কথা বলছি না। কথা হচ্ছে রণবীরের প্রথম যৌবনের প্রেম নিয়ে। কলেজের এক সহপাঠী রণবীরকে ফিরিয়ে দিয়েছিলেন আরেক বলিউড তারকা আদিত্য রায় কাপুরের জন্য।

রণবীর সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে  প্রকাশ করেন, তিনি ও আদিত্য একই কলেজে পড়াশোনা করেছেন। তখন নাকি আদিত্য কলেজের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ ছিলেন। খেলাধুলায় অংশ নিয়ে বরাবরই মেয়েদের নজরে থাকতেন ‘ফিতুর’ ছবির তারকা।

অন্যদিকে এসব ব্যাপারে রণবীরও কম ছিলেন না , কলেজে পড়ার সময় এক নারীর সঙ্গে প্রায় চার-পাঁচ বছর  ভালোই প্রেমের সম্পর্ক চলছিল তাঁর। কিন্তু এরপর কী থেকে কী যে হলো, রণবীরের সেই প্রেমিকার মন চুরি করে নিলেন আদিত্য। কী আর করা, আদিত্যের মতো এমন আকর্ষণীয় পুরুষকে পাওয়ার স্বপ্নে নাকি বিভোর থাকত কলেজের সব মেয়ে।

ব্যতিক্রম কিছু ছিলেন না রণবীরের সেই প্রেমিকাও । যদিও সেই ‘প্রেমিকা’ এখন আদিত্য বা রণবীর কারোরই নন। আরেকজনকে বিয়ে করে এক সন্তানের মা-ও হয়ে গেছেন বলে জানালেন ‘বাজিরাও মাস্তানি’-র অভিনেতা

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.