পচেফস্ট্রুম প্রথম টেস্টের তৃতীয় দিনেও অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ দল। আলোকস্বল্পতায় আগে ভাগেই শেষ হয়েছে শনিবারের খেলা। ততক্ষণে খাদের কিনারে ঠেলে দিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টাইগারদের চেয়ে ২৩০ রানে এগিয়ে রয়েছে প্রোটিয়ারা ৮ উইকেট হাতে রেখে। লক্ষ্যটা যে আরো অনেক বাড়বে সেটা বলাই বাহুল্য।
দ্বিতীয় ইনিংস শুরু করে দক্ষিণ আফ্রিকা ১৭৬ রানে এগিয়ে থেকে । ৫৪ রানে দুই উইকেট হারালেও ডু প্লেসিসদের চোখে এখনও বড় লিডের স্বপ্ন। কারণ উইকেটে রয়েছেন হাশিম আমলা ,টিম্বা বাভুমা- মতো ব্যাটসম্যান। এরপর ব্যাটিং করবেন ডু প্লেসিস-কুইন্টন ডি ককদের মতো ব্যাটসম্যানরা।
তাই চোখ বন্ধ করেই বলা যায়, এই টেস্টে ব্শে বড় বিপদ অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আমলা ১৭ ও বিভুমা ৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।