গত ২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ দিবাগত রাত ১১ বেজে ২৩ মিনিটে নাজনীন আক্তার হ্যাপি তথা আমাতুল্লাহ নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে মাধ্যমে জানিয়েছেন তার ডিভোর্স হওয়ার কথা।
তার হুবুহু স্ট্যাটাসটি তুলে ধরা হল-
‘আমার ডিভোর্স হয়েছে গত মাসে। আমি প্রচন্ড শক খেয়েছিলাম তখন। যার ফলে আমি প্রায় দুই মাসের মত স্মৃতি হারিয়ে ফেলি ।আমার ডিভোর্সের কথাও আমি ভুলে গিয়েছিলাম। আজকে রাতেই মনে করিয়ে দেওয়া হলো। যাইহোক,জানলাম। সবকিছু নতুন করে আবার সাজাবো ইনশাআল্লাহ! আমার জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন সবর করার তৌফিক দান করেন। তায়াক্কালতু আলাল্লাহ
তার ফেসবুকের ফ্যান ফলোয়ার্সরা বিষয়টি বিশ্বাস করতে না চাইলে, হ্যাপি নিজেই এক ভক্তের কমেন্টের নিচে প্রতিউত্তরে লিখেন- ‘যেটা বলেছি, সেটা ভুয়া না’।