গতকাল শনিবার দুপুরে রাজধানীর ধোলাইখাল এলাকায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সাঈদ খোকন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম।
আজ রোববার দুপুর ২টার মধ্যেই রাজধানীকে বর্জ্যমুক্ত করা হবে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
এজন্য প্রায় ১৭ হাজার পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন।
সাঈদ খোকন বলেন পূর্বঘোষিত ২৪ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য সরিয়ে নেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় সক্ষমতা দুই সিটি করপোরেশনের আছে। এছাড়া পশুর হাটগুলোকেও বর্জ্যমুক্ত করার কাজ চলছে।