পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী শনিবার বিমানের হজ ফ্লাইট শেষ হওয়ার কথা । তবে সৌদি আরব কর্তৃপক্ষ বিমান বাংলাদেশকে আগামী দুই দিন অর্থাৎ ২৮ আগস্ট পর্যন্ত আরো ১০টি হজ ফ্লাইট পরিচালনার নতুনভাবে অনুমোদন দিয়েছে। শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক “নতুন করে হজ ফ্লাইট বরাদ্দ হওয়ায় যেসব হজযাত্রী অপেক্ষমাণ ছিলেন তাদের সৌদি আরব যাওয়ার অনিশ্চয়তা কাটবে ”।
আজও অনিশ্চয়তায় ছিলেন কয়েক হাজার হজযাত্রী ফ্লাইট সংকটের কারণে । ইতিমধ্যে বাংলাদেশে থেকে ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছে। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬০ হাজার ৯৯ জন এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৫৫ হাজার ৬৩১ জন হজযাত্রী পরিবহন করছে। ২৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি অ্যারাবিয়ান হজ ফ্লাইট পরিচালনা করবে ২৮ আগস্ট পর্যন্ত। এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন।