‘নেশা’ শিরোনামের এই গানটি গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে ইউটিউবে। এর ই মধ্যে গানটি বাপক সাড়া ফেলেছে, গানটি দেখা হয়েছে ১ লক্ষ ২০ হাজারেরও বেশিবার।
কুসুম সিকদারকে সবাই অভিনেত্রী হিসেবেই চেনেন। সিনেমায় ও নাটকে তাকে বেশি দেখা যায়। গান আর লেখালেখিতেও আগ্রহ তাঁর। যার প্রমাণ মেলে ২০১৫ সালের বইমেলায় প্রকাশিত তার কবিতার বই ‘নীল ক্যাফের কবি’তে ও ।
কুসুমের প্রথম একক অ্যালবাম বের হয় ১৮ বছর আগে। এত দিন পর তার নতুন গান । গানটিতে আবেদনময়ী হিসেবে নিজেকে হাজির করেছেন কুসুম শিকদার। নিজের গাওয়া গানের ভিডিওতে বোল্ড দৃশ্যে অভিনেত্রী কুসুম শিকদার।
মিউজিক ভিডিওতে কুসুমের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন সুজন। হৃদয় খানের সংগীত পরিচালনায় কুসুমের গানের ভিডিও নির্মাণ করেছেন শুভ্র খান ও শ্রাবণী। দৃশ্যধারণ করা হয়েছে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়িতে।