বাংলাদেশের ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের অবদান অনেক। তাঁর অধীনেই বিশ্ব ক্রিকেটে আজ বাংলাদেশ অনন্য উচ্চতায় উঠে এসেছে। তবে ইদানিংকালে তাঁকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়েছে গণমাধ্যম থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনে। মূলত তাঁর অতিরিক্ত ছুটি নেয়া নিয়েই সমালোচিত হয়ে আসছিলেন হাথুরু। দক্ষিণ আফ্রিকায় হতাশাজনক একটি সফর শেষ করে আসার পর সরাসরি অস্ট্রেলিয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন লঙ্কান এই কোচ।
আর তাঁর এই ছুটি কাটানো একেবারেই সহজভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি ছুটি কাটিয়ে দেশে ফিরে আসার পর হাথুরুকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে বলেও জানিয়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।সুতরাং বাংলাদেশের ক্রিকেট থেকে হাথুরুসিংহে অধ্যায় যে অচিরেই শেষ হতে যাচ্ছে এই নিয়ে অনেকটাই নিশ্চিত ছিলেন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
কিন্তু এবার হয়তো বিদায় ঘণ্টা বেজেই গেল এই লঙ্কান কোচের। কারণ সাম্প্রতিককালে তাঁর কার্যকলাপে খুব একটা সন্তুষ্ট নয় বিসিবি। তার ওপর বাংলাদেশ দলের ক্রিকেটারদের একটি বড় অংশও সন্তুষ্ট নয় হাথুরুর স্বেচ্ছাচারিতায় বলে জানা গেছে।