ঢাকা মেট্টোপলিটন পুলিশের ডিবি (সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন) বিভাগের রোবারী প্রিভেনশন টিমের নিকট খবর আসে, “BIO COLI ORGANIC SEED” নামক এক ধরনের খাবার কে ক্যানসার রোগ প্রতিরোধের কাঁচামাল বলে প্রতারনার মাধ্যমে বিক্রি করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ ৬ নভেম্বর, ২০১৭ অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে রাত আটটায় উক্ত প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে নাইজেরিয়ান নাগরিক CHUKWUEMEKA NWANZE, অনামিকা জিতা (৩০) ও মোঃ নজরুল ইসলাম (৪৩) দেরকে গ্রেফতার করে। এ সময় গোয়েন্দা পুলিশ তাদের নিকট হতে ৯০ প্যাকেট “BIO COLI ORGANIC SEED” উদ্ধার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
SORCE:ঢাকা মেট্টোপলিটন পুলিশ