তিতুমীর কলেজের কলেজের ছাত্র সিদ্দিকুর গতকাল শনিবার চোখের ব্যান্ডেজ খোলা হয়েছে । ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে শুক্রবার অস্ত্রোপচার শেষে গতকাল শনিবার তাঁর চোখের ব্যান্ডেজ খোলা হয়। টিয়ারশেলের আঘাত পাওয়া বাঁ-চোখে তিনি দেখতে পারবেন কি না সে বিষয়ে এখনই পুরোপুরি নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না। আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ পরে সবশেষ পরিস্থিতি জানা যেতে পারে।
সিদ্দিকুরের বন্ধু ও সহপাঠী শেখ ফরিদ বলেন, ঢাকায় সিদ্দিকুর বাঁ-চোখের একপাশ দিয়ে দেখতে পারছিলেন বলে জানিয়েছিলেন। কিন্তু চেন্নাই গিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষার পর ওই চোখে দেখছেন না বলে জানান। কিন্তু গত শুক্রবার অস্ত্রোপচারের পর গত শনিবার ব্যান্ডেজ খোলা হলে তিনি আবার দেখতে পারছেন বলে জানিয়েছেন। তবে পুরোটা নিশ্চিত হতে আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ শেষে নিশ্চিত হওয়া যাবে।’
শেখ ফরিদ আরও বলেন, সিদ্দিকুর, তাঁর সঙ্গে থাকা বড় ভাই নায়েব আলী ও চিকিৎসক জাহিদ আহসান ১১ আগস্ট ফিরে আসতে পারেন। এরপর সিদ্দিকুর ডাক্তারের দেওয়া কিছু ওষুধ দেশে ফিরে ব্যবহার করবেন।