মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের প্যারেড স্কয়ারে সম্মিলিত
সামরিক বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।
এ কারণে রাজধানীতে যান চলাচলে কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি এ তথ্য দিয়েছে। এ কারণে সকাল সাতটা থেকে বেলা একটা
পর্যন্ত ওই এলাকার কয়েকটি সড়ক বন্ধ থাকবে। তবে এসব সড়কে আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যান
ছাড়া অন্য কোনো যানবাহন চলবে না।
প্যারেড স্কয়ারের জন্য
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর একাধিক সড়কে প্যারেড স্কয়ারে
আমন্ত্রিত অতিথিদের গাড়ি ছাড়া অন্য যানবাহন চলবে না। এ ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খেজুর বাগান ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং-রোকেয়া সরণি হয়ে মিরপুর ১০ নম্বর
গোলচত্বর পর্যন্ত, শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে রোকেয়া সরণি পর্যন্ত,
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নতুন সড়ক দিয়ে আগারগাঁও লিংক রোড পর্যন্ত, বিজয় সরণি
ক্রসিং-উড়োজাহাজ ক্রসিং, ক্রিসেন্ট লেক হয়ে গণভবন ক্রসিং পর্যন্ত, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ/শেরেবাংলা কৃষি
বিশ্ববিদ্যালয় গ্যাপ থেকে গণভবন স্কুল ক্রসিং হয়ে পরিকল্পনা কমিশন হয়ে বিআইসিসি ক্রসিং পর্যন্ত’ সড়ক
ব্যবহার করা যাবে না। কেবল আমন্ত্রিত অতিথিরা স্টিকারযুক্ত যানবাহনের মাধ্যমে যেতে পারবেন।
আমন্ত্রিত অতিথিদের জন্য নির্দেশনা
প্যারেড স্কয়ারে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজে যেতে আমন্ত্রিত অতিথিদের জন্য কিছু নির্দেশনা
দিয়েছে ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে বলা হয়েছে, আমন্ত্রণপত্রের পথনির্দেশনা অনুযায়ী নির্ধারিত গেট
দিয়ে প্যারেড স্কয়ারের কুচকাওয়াজ এলাকায় ঢুকতে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশের নির্দেশিত স্থানে গাড়ি
পার্ক করার জন্য পরামর্শ দেওয়া হলো।
কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আমন্ত্রণপত্রের সঙ্গে সরবরাহ করা ক-বিশেষ, ক-১, ক-২, সক,
বিনা, শ, সক-১, সক-২, সম, ম-২, সব-১ ও সব অক্ষরের স্টিকার গাড়ির উইন্ড স্ক্রিনে প্রদর্শন করতে
বলা হয়েছে।
—ক-বিশেষ, ক-১, ক-২, সক, বিনা, শ, সক-১, সক-২ সম, ম-২, সব-১ ও সব অক্ষরের স্টিকারযুক্ত
যানবাহন বেগম রোকেয়া সরণি হয়ে আমন্ত্রণপত্রের পথনির্দেশনা অনুযায়ী নির্ধারিত প্রবেশ গেট দিয়ে
কুচকাওয়াজ এলাকায় প্রবেশ করতে হবে এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্তৃক নির্দেশিত স্থানে গাড়ি পার্ক
করতে হবে।
—আমন্ত্রিত অতিথিদের যানবাহনের চালকদের নিজ নিজ গাড়িতে অবস্থান করতে হবে।
বঙ্গভবনের কাছে নির্দেশনা
সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, মহান বিজয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী, মন্ত্রিবর্গ, সামরিক, আধা-সামরিক,
দেশি-বিদেশি কূটনীতিকবৃন্দ, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
করবেন।
তাঁদের যানবাহন চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশ এলাকায় চলাচলকারী গাড়ির চালকদের ওই দিন দুপুর
১২টা থেকে বঙ্গভবনের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত বিকল্প পথে চলতে হবে।
নির্দেশনায় বলা হয়, জিরো পয়েন্ট থেকে গুলিস্তান আন্ডারপাস-রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু ফ্লাইওভার ব্যবহারকারী যানবাহন প্রবেশ করতে পারবে।
আহাদ বক্স থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। আলিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের গাড়ি প্রবেশ নিষিদ্ধ থাকবে। পার্ক রোডের উত্তর মাথা থেকে ইত্তেফাকমুখী কোনো প্রকার যানবাহন চলবে না। শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউসিবিএল ক্রসিং, প্রেসক্লাব হয়ে চলাচল করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।
দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী ও ২৪ তলা থেকে রাজউক অভিমুখে কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।