Home আন্তর্জাতিক বিশ্বের সবথেকে বড় বিমানের উড্ডয়ন

বিশ্বের সবথেকে বড় বিমানের উড্ডয়ন

1971
0
SHARE

আকাশে উড়ল বিশ্বের অন্যতম বড় বিমান স্টারটুলঞ্চ৷ আর এই বিমানটির ভিতরের আয়তন একটি ফুটবল মাঠের মত বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ ৩৮৫ফিট লম্বাছ’টি ইঞ্জিনসহ এই এয়ারক্রাফটটির ওজন প্রায় ৪০০০ কেজি৷

প্রথমবারের মত এত বড় এয়ারক্রাফট আকাশে উড়ল৷ প্র্যাট এবং হুইটনি টার্বোফ্যান ইঞ্জিনসহ এই এয়ারক্রাফটটি সফলভাবেই আকাশে উড়েছে৷ অনেক আগেই মাইক্রোসফট কোম্পানির সহ প্রতিষ্ঠাতা পল অ্যালেনের এমনই একটি বড় বিমান আকাশে ওড়ানোর প্রথম চিন্তাভাবনা করেছিলেন৷তবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই এয়ারক্রাফটটি প্রায় ১.৩মিলিয়ন পাউন্ড ওজন বহন করতে সক্ষম৷

অন্যদিকে স্যাটেলাইটের পরিবর্তে এই এয়ারপ্লেনটি ড্রিম চেসার স্পেসশিপ লঞ্চ করতে পারে বলেও জানা গেছে৷ সেই সঙ্গে পৃথিবীর কক্ষপথের কাছ থেকে মহাকাশচারীদের নিয়ে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ফিরে আসতে সক্ষম এই এয়ারপ্লেনটি৷ আর এই এয়ারক্রাফটটির চাকার সংখ্য ২৮ টি বলে যানা গেছে |

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.