Home ক্রিকেট ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে সিলেট

ব্যাটিংয়ের শুরুতেই বিপর্যয়ে সিলেট

1371
0
SHARE

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে টসে ব্যাটিং করছে সিলেট সিক্সার্স।

টসে জিতে ব্যাটিং নিয়েই সবাইকে অবাক করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে টসে জিতে আগে ব্যাটিং! বেশ সাহসী সিদ্ধান্ত। টেসর সময় অবশ্য যে কথাটি ওয়ার্নার বলেছিলেন, সেটি মাঠে গিয়ে বাস্তবায়ন করতে ব্যর্থ তারা। ব্যাটিংয়ে নেমেই বিপর্যস্ত সিলেটের ব্যাটিং। ৩ ওভারে স্কোরবোর্ড ৭ রান তুলতেই তারা হারিয়েছে ৩ উইকেট। আউট হয়ে ফিরেছেন লিটন দাস, নাসির হোসেন ও সাব্বির রহমান।
ইনিংসের দ্বিতীয় বলেই রবি ফ্রাইলিংকের বলে লেগ সাইডে ঘোরাতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দেন লিটন দাস। এরপর আঘাত হানেন অফ স্পিনার নাঈম হাসান। তাঁর বলে লং অনে দাঁড়ানো মোসাদ্দেক হোসেনের দারুণ এক ক্যাচে পরিণত হন নাসির হোসেন। এরপর সাব্বির রহমান ওই ফ্রাইলিংকের বলেই প্লেড অন হয়েছেন।
এই মুহূর্তে উইকেটে আছেন আফিফ হোসেন ও ডেভিড ওয়ার্নার। আফিফ ভালো করছেন। ১৪ বলে ২২ করেছেন তিনি। ওয়ার্নার ১২ বলে ১১ করে অপরাজিত। দলের সংগ্রহ ৬ ওভার শেষে ৪১।