Home আন্তর্জাতিক ভারতে হামলার হুমকি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)

ভারতে হামলার হুমকি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)

2394
0
SHARE
ভারতে জঙ্গি হামলা চালিয়ে তছনছ করে দেওয়ার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। টেলিগ্রাম নামের ম্যাসেজিং অ্যাপলিকেশনের মাধ্যমে পাঠানো এক অডিও-বার্তায় ওই হুমকি দেওয়া হয়।
ভারতের কুম্ভ মেলা ও দক্ষিণ ভারতের কেরলের ত্রিশূর পূরামে লাস ভেগাসের মত হামলা চালানোর হুমকি দিয়ে নতুন অডিও প্রকাশ করল জঙ্গি সংগঠন আইএস।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ১০ মিনিটের অডিও বার্তাটি মালয়ালাম ভাষায়। সেখানে বলা হ্য়, ভারতের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে তছনছ করে দেবে আইএসের যোদ্ধারা।
সেই আম জনতার ওপর হামলা চালানোই এই জঙ্গি সংগঠনের পরবর্তী লক্ষ্য।
পুরুষকণ্ঠের ওই বার্তা অনুযায়ী, হামলা চালানো হতে পারে ঐতিহ্যবাহী কুম্ভমেলা ও ত্রিসুরপুরমের মতো উৎসবেও।
ঐ অডিও ক্লিপ সম্পর্কে কেরল পুলিশের দাবি, টেলিগ্রাম ম্যাসেঞ্জার মারফত আফগানিস্তানের কোনও এক নির্জন এলাকা থেকে পাঠানো হয়েছে এই অডিও ক্লিপটি। ক্লিপের পুরুষ কণ্ঠটি হল আইএস নেতা রসিদ আব্দুল্লার। এই রশিদের বিরুদ্ধে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ চার্জশিট দাখিল করেছে, ইন্টারপোল লাল সতর্কতা জারি করেছে।
এদিকে এই অডিও বার্তায় নড়েচড়ে বসেছে ভারতের বিভিন্ন রাজ্যের প্রশাসন। বিশেষজ্ঞদের অভিমত ইউরোপ ও মধ্য প্রাচ্য থেকে এবার আইএস-এর নজর ঘুরছে ভারতের দিকে, সেটা যথেষ্ট উদ্বেগের। তাই এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.