Home ক্রিকেট মিরপুরে পাঁচ ভারতীয় জুয়াড়িকে জরিমানা

মিরপুরে পাঁচ ভারতীয় জুয়াড়িকে জরিমানা

1439
0
SHARE

বিপিএলে জুয়াড়িদের তৎপরতা নতুন কিছু নয়। এই বিপিএলেও দেশি-বিদেশি জুয়াড়িদের তৎপরতা দেখা যাচ্ছে প্রায় প্রতি ম্যাচেই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের প্রথম দুদিনেই পুলিশ আটক করেছে ১৫ জনকে। আজ করেছে আরও পাঁচজনকে।

এ পাঁচজনের প্রত্যেকে ভারতীয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভ্রাম্যমাণ আদালত পাঁচ ভারতীয়কে জরিমানা করেছেন ৪ হাজার করে মোট ২০ হাজার টাকা। জুয়াড়িদের শাস্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান। জুয়াড়িদের শাস্তির বিষয়ে তিনি বলেছেন, ‘আমরা আজ পাঁচজনকে আটক করেছি, এর মধ্যে পাঁচজনই বিদেশি নাগরিক। কাল আরেক ভারতীয় জুয়াড়িকে আটক করেছিলাম। প্রত্যেকের আর্থিক দণ্ডের পাশাপাশি মোবাইল জব্দ করা হয়েছে। তাদের মাঠে আসার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’

ইমরুল আরও জানালেন, জুয়াড়িদের পাশাপাশি আরও দুজনকে শাস্তি দেওয়া হয়েছে। টাকা নিয়ে অবৈধভাবে স্টেডিয়ামে দর্শক ঢোকানোয় ১১ দিনের আটকাদেশ দেওয়া হয় সজীব আহমেদ (২১) নামে এক বাংলাদেশিকে। অন্যজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ইমরুল বললেন, ‘ওই দর্শক (সজীব) কারাদণ্ডের শাস্তি এড়াতে পারতেন। কিন্তু তিনি বিসিবির নিরাপত্তাকর্মীদের উল্টো হুমকি-ধমকি দিচ্ছিলেন।’