‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন ভারতের হরিয়ানার মানুসি চিল্লার। |
চীনের সানাইয়া শহরে ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শনিবার (১৮ নভেম্বর, ২০১৭) অনুষ্ঠিত হয়েছে। এবার ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জিতেছেন ভারতের হরিয়ানার মানুসি চিল্লার।
‘মিস ওয়ার্ল্ড’ হিসেবে নাম ঘোষণার পর বিজয়ী মিস ইন্ডিয়া মানুসি চিল্লারকে অভিনন্দন জানাচ্ছেন গত বছরের বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে (বামে)
৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার প্রথম রানার আপ মিস মেক্সিকো আলমা আন্দ্রে মেজা কারমোনা (বামে) ও দ্বিতীয় রানার আপ মিস ইংল্যান্ড স্টেফানি হিলের (ডানে) সঙ্গে মিস ওয়ার্ল্ড মানুসি চিল্লার।
মিস ওয়ার্ল্ডের মুকুট পরে মানুসি চিল্লার।