Home অর্থনীতি মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন:প্রধানমন্ত্রী

মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যার সমাধান করবেন:প্রধানমন্ত্রী

2161
0
SHARE

সরকার মিয়ানমারের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে রোহিঙ্গা সমস্যার সমাধানে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে বলেছেন ,’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা’। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে বাংলাদেশ একটি খসড়া হস্তান্তর করেছে। এটি নিয়ে দুই দেশই পরীক্ষা-নিরীক্ষা ও আলোচনা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক জনমত গঠনের জোর প্রচেষ্টা চালানোর ফলে রোহিঙ্গাদের অধিকারের পক্ষে আজ বিশ্ব জনমত গঠিত হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদে মিজানুর রহমানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, দৈনিক গড়ে ১১ হাজার মিয়ানমারের নাগরিকের বায়োমেট্রিক নিবন্ধন হচ্ছে। গত ২০ নভেম্বর পর্যন্ত ৫ লাখ ৯৯ হাজার ৪৬০ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.