ফের অভিযান শুরু করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) রাজধানীর মিরপুরের মাজার রোডের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ‘জঙ্গি আস্তানায়’। তবে এখনো হতাহতের সংখ্যা নিশ্চত হওয়া যায়নি।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বলেন, ঘটনাস্থলে র্যাবের বোম্ব ডিজপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস, ফরেনসিক টিম রয়েছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে। ভবনের ভেতরে ধোঁয়া দেখা যাচ্ছে।
এর আগে আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এমন আশঙ্কা করে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।
গত কাল পৌনে ১০টার দিকে পরপর বড় ৪টি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। র্যাবের ৪ সদস্য স্প্লিন্টারের আঘাতে আহত হন। বিস্ফোরণের ঘটার কারণে ওই ভবনের আগুন লেগে যায়।
‘জঙ্গি আস্তানা’ সন্দেহে গত সোমবার রাত সাড়ে ১২টা থেকে রাজধানীর মিরপুরের মাজার রোডে বাঁধন সড়কের বর্ধনবাড়ি এলাকার ভাঙ্গাওয়াল গলির ওই বাড়িটি ঘিরে রাখা হয়। র্যাব সদস্যরা নিশ্চিত করেন, সেখানে দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগীসহ জঙ্গি আব্দুল্লাহ অবস্থান করছেন এবং সঙ্গে বিপুল পরিমাণ বিস্ফোরকও ।