আজ বুধবার ভোরের দিকে মিয়ানমার থেকে নৌপথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের ১১টি নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনা ঘটে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনায় । সকাল ১০টা পর্যন্ত পাঁচজন রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।
বদরমোকাম এলাকার উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাডুবির পর অনেকে সাঁতরে তীরে উঠেছেন। পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে।
সাঁতরে তীরে উঠা কয়েকজন রোহিঙ্গার বলেন,মোহনা অতিক্রম করার সময় নৌকা উল্টে যায়। শতাধিক রোহিঙ্গা এখনো নিখোঁজ। একেকটি নৌকায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল, যা ধারণ ক্ষমতার বেশি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুদ্দিন খান বলেন, ‘স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে রোহিঙ্গাদের ১১টি নৌকাডুবির ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’