সাত মাসের এক রোহিঙ্গা শিশুকে বোনের মর্যাদায় লালন-পালনের দায়িত্ব নিয়েছে বাঁশখালী পৌরসভা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালেহ নূর সিদ্দিক মানিক।
তিনি ১৫-২০ দিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ ও সেবা প্রদানে সশরীরে নিয়োজিত আছেন।
এ বিষয়ে তিনি ফেসবুকে লিখেন- “এই ছোট্ট বাবুনীকে কাল জিয়া পাহাড়ে চিকিৎসা সেবা দিতে গিয়ে এক রোহিঙ্গা দম্পতির কাছে খুঁজে পাই। যখন বললাম আমার কোন বোন নেই তখন সেই দম্পতি আমাকে সেই কিউট বাবুনিকে বোন হিসেবে দিতে চাইলো। কারণ সেই দম্পতির আট সন্তান। বোনটিকে দেখে আমার চোখে জল আসছিল কারণ সে অসুস্থ। সাত মাস বয়সী এই বাবুনিকে আমার বোন হিসেবে যত্ন সহকারে রক্তের বোনের মতো করে গড়ে তুলতে চাই।আমার পরিবারের সাথে কথা বললে সবাই রাজি হয়।”
তিনি এ শিশুটির নাম রেখেছেন ‘খালেদা জিয়া’।
তিনি এ প্রসঙ্গে বলেন- “আমার এই বোনের মতো হাজারো রোহিঙ্গাদের সংগ্রামমুখর পরিস্থিতি একদিন বদলে যাবে, আরাকানে শান্তি ফিরে আসবে, গণতন্ত্র চর্চা হবে- এই প্রত্যাশায় তার নাম রেখেছি প্রিয় নেত্রীর নামে”