Home বাংলাদেশ রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান সিপিএ’র l

রোহিঙ্গা সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আহবান সিপিএ’র l

2690
0
SHARE

মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের চলমান মানবিক সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার ৬৩তম সিপিএ সম্মেলনের সাধারণ অধিবেশনে কমনওয়েলথ ভুক্ত সদস্য দেশের সংসদ সদস্যরা এ আহ্বান জানিয়েছেন। সিপিএ’র এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)। সিপিএর সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

সিপিএ সেক্রেটারি জেনারেলকে অনুরোধ জানিয়েছেন যে তিনি যেন সিপিএভুক্ত সংসদ, জাতিসংঘের মহাসচিব, সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাকে এই বিষয়টি অবহিত করেন। তিনি যেন সিপিএ’র ৬৪তম সম্মেলনের সাধারণ অধিবেশনে মিয়ানমারের এই ঘটনা নিয়ে উদ্বেগের বিষয় থাকলে তা উত্থাপন করেন।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.