আর কিছুদিন পরই পর্দা উঠবে বিপিএলের পঞ্চম আসরের । আর শেষ সময়ে এসে বিপিএল থেকে বাদ পড়তে হল মুশফিকের সাবেক ক্লাব বরিশাল বুলসকে ।আর্থিক শর্ত না মানতে পারায়
ফ্র্যাঞ্চাইজিটিকে টুর্নামেন্টের বাইরে রাখছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বরিশাল বাদ পড়ায় গত বারের মতো এবারও সাতটি দল খেলবে বিপিএলে।
অন্য ফ্র্যাঞ্চাইজির মতো বরিশাল দল গোছানো এখনো শুরু করেনি। এদিকে বরিশাল বুলসের কর্ণধার এবং বিসিবির পরিচালক এমএ আউয়াল ভুলু বলেছেন, ‘আমরা বিপিএলে অংশ নিতে চাই। যেই
বিষয়টি সামনে এসেছে সেটা দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কিছুদিনের সময় চেয়েছি।
তবে ‘আইকন’ হিসেবে মোস্তাফিজুর রহমান খেলবেন বরিশালের হয়ে, এটি নিশ্চিত হয়েছিল কদিন আগে। যেহেতু দলই থাকছে না টুর্নামেন্টে, মোস্তাফিজের কী হবে? বিপিএল গভর্নিং
কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার বলেছেন, ‘মোস্তাফিজ আইকন হিসেবে থাকছে না। তবে তাকে প্লেয়ার ড্রাফটে তোলা যায় কি না, সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।’
বিপিএলে প্লেয়ার ড্রাফট ১৬ সেপ্টেম্বর, টুর্নামেন্ট শুরু হবে ২ নভেম্বর।