Home ক্রিকেট সাকিব আল হাসানকে টপকে টেস্টে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা

সাকিব আল হাসানকে টপকে টেস্টে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে রবীন্দ্র জাদেজা

2089
0
SHARE
সাকিবকে সরিয়ে শীর্ষে জাদেজা

আইসিসি ঘোষিত সবশেষ টেস্ট র‌্যাংকিংয়ে সাকিব আল হাসানকে টপকে টেস্টে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান অধিকার করলো রবীন্দ্র জাদেজা । এ নিয়ে প্রথমবারের মতো সেই স্থানে উঠলেন ভারতীয় স্পিন অলরাউন্ডার।
৪৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন জাদেজা। ৪৩১ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন সাকিব। কথাটা এদিকেই থেকে যায় জাদেজা নিয়মিত টেস্ট খেলে গেলেও দীর্ঘদিন ধরে এর সুযোগ পাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
৪১৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন জাদেজার সতীর্থ রবিচন্দ্রন অশ্বিন। মঈণ আলি ৪০৯ রেটিং পয়েন্ট নিয়ে তিনি চতুর্থ স্থানে উঠে গেছেন। পঞ্চম স্থানে উঠেছেন তার স্বদেশী বেন স্টোকস।
গত বছর শেষদিকে ইংল্যা‌ন্ডের বিপক্ষে ৪-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। এতে অনন্য ভূমিকা রাখেন রবীন্দ্র জাদেজা। সেই সিরিজে ২৬ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতেও ৩৭.৩৩ গড়ে ২২৪ রান করেন তিনি। এর পর থেকে শুধু উন্নতির ধারাতেই রয়েছেন ভারতীয় অলরাউন্ডার।
এ বছরের শুরুর দিকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন জাদেজা। ওই সিরিজে ২৫ উইকেট নেয়ার পাশাপাশি রঞ্চি ও ধর্মশালায় গুরুত্বপূণ দু’ফিফটি হাঁকান তিনি।
শ্রীলংকার বিপক্ষে চলমান সিরিজেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন জাদেজা। বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দু’টেস্টে ১৩ উইকেট নিয়েছেন এ স্পিনার। সদ্য শেষ হওয়া কলম্বো টেস্টে হাফসেঞ্চুরিসহ করেছেন ৮৫ রান।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.