Home বাংলাদেশ সাভারে শ্রমিক বিক্ষোভ

সাভারে শ্রমিক বিক্ষোভ

1532
0
SHARE

সাভারের আমিন বাজার এলাকায় সকাল ৭:৪৫ মিনিটের দিকে ঢাকা সিটি কোরপারেশনের একটি ময়লা বাহি ট্রাকের সহিত একজন পোশাক শ্রমিকের ধাক্ষা লাগে এতে ঘটনা স্থলে ওই শ্রমিক মারা যায়। এই নিয়ে শ্রমিকদের মধ্যে বিক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভের সময় তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং সমস্ত যান চলা চল বন্ধ করে দেয়।
এই বিষয়ে এক পোশাক শ্রমিক এর সাথে কথা বলে জানা যাই ওই ট্রাকটি আমিন বাজার থেকে একটি লোককে আহত করে ওই গার্মেন্টস এর শ্রমিকে চাপা দেয় এবং অন্য শ্রমিক ওই গাড়িটি থামাতে গেলে ট্রাকের হেল্পার ওই শ্রমিককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং ওই শ্রমিক ও মারা যাই। ট্র্যাক ড্রাইভার ও ওই হেল্পাররের মৃত্যুর দাবিতে বিক্ষোভ করছে।