নিজের গর্ভধারণের কথা জানিয়েছিলেন সোহা আলী খান চলতি বছরের এপ্রিলে বেশ ঘটা করেই ভক্তদের। সেই থেকে সোহার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও পতৌদি পরিবারের দিন গোনা শুরু। সবার প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে আজ । হিন্দুস্তান টাইমসের খবরে প্রকাশ, আজ শুক্রবার একটি মেয়েসন্তানের গর্বিত মা হয়েছেন ‘তুম মিলে’-খ্যাত এই তারকা। সোহার স্বামী কুনাল টুইটারে নিজেই খবরটির সত্যতা নিশ্চিত করেছেন!
কুনাল মেয়েসন্তান জন্মের খুশিতে তাঁর টুইটারে লেখেন, ‘আমাদের খুশির বাঁধ ভেঙে যাচ্ছে আপনাদের এটা জানাতে পেরে যে, আজকের এই মঙ্গলময় দিনে আমরা একটি চমৎকার মেয়েসন্তান দ্বারা আশীর্বাদপ্রাপ্ত হয়েছি। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ।
ভালোবাসার নগরী খ্যাত প্যারিসে ২০১৪ সালে নিজের মনের ভালোবাসার কথা সোহাকে জানান কুনাল। অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুনাল-সোহা ২০১৫ সালে।