বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপী স্মার্টফোন ও ট্যাব এক্সপো। আজ শুক্রবার। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এক্সপো মেকারের আয়োজনে দেশের এ শীর্ষ স্মার্টফোন মেলার দ্বিতীয় দিন চলছে। গতকাল বৃহস্পতিবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ।
মেলা উপলক্ষ্যে প্রতিটি প্যাভিলিয়নেই থাকছে আকর্ষণীয় সব উপহার নগদ মূল্যছাড়। এবারের মেলায় বরাবরের মতোই অংশ নিচ্ছে স্যামসাং, হুয়াওয়ে, সিম্ফনি, ওপো, আসুস, মি -সহ দেশী বিদেশী প্রায় সকল শীর্ষ স্মার্টফোন নির্মাতা। স্যামসাং মেলা উপলক্ষ্যে ১০০০০ – ২৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা দেবে গ্যালাক্সি এস ৮ ও এস ৮+ ক্রয়ে। এছাড়াও প্রতিটি স্মার্টফোন ক্রয়ে থাকছে আকর্ষণীয় উপহার। সিম্ফনী প্রতিটি স্মার্টফোনে দিচ্ছে ৫ শতাংস ছাড়। হেলিও ব্র্যান্ডের ফোনে মিলছে ৫ শতাংশ মূল্যছাড়। হুয়াওয়ে-র প্যাভিলিয়নেও থাকছে ছাড় ও উপহার।
ami akta phn kinte chai
thank you so much … news ta post korar jonno.
আরো খবর পেতে সাথেই থাকুন