দলের সবাই যখন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্যাক্টিস করছে চট্টগ্রামে। টেস্ট দলে না থাকায় যাওয়া হয়নি জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
জানা গেছে, আজ শনিবার সকালে মাশরাফির কফের সঙ্গে কিছুটা রক্ত আসা কারণে দ্রুত তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। তবে পরীক্ষায় গুরুতর কিছু ধরা পড়েনি।
বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ ব্যাপারে বলেন, হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়নি ক্যাপন্টেন কে।‘সকালে কফের সঙ্গে কিছুটা রক্ত আসায় মাশরাফিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষায় তেমন খারাপ কিছু ধরা পড়েনি।