Home বিবিধ ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর

2367
0
SHARE
ফাইল ছবি
৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে ৭ নভেম্বর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে বিশেষ বৈঠকে ৩৮তম বিসিএসের পরীক্ষার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। ৩৮তম বিসিএসের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়েছে। গত ১০ আগস্ট এই বিসিএসে আবেদন কার্যক্রম শেষ হয়। এতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন।
এই বিসিএসে দুই হাজার ২৪ ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এছাড়া ৭ নভেম্বরের বৈঠকে ৩৯তম বিসিএসের বিষয়েও সিদ্ধান্ত নেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)।
সিদ্ধান্ত অনুযায়ী, ৩৯তম বিসিএসে ৪ হাজার ৫৪২ সহকারী সার্জন আর ২৫০ সহকারী ডেন্টাল সার্জন নেয়া হবে। সব মিলে প্রায় পাঁচ হাজার চিকিৎসক নেয়া হবে এই বিসিএসে। তবে ৩৯তম বিসিএসের বিধিমালা সংশোধনের জন্য জনপ্রশাসনে প্রস্তাব পাঠাবে পিএসসি |