Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত

1762
0
SHARE

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে হাডসন নদীর পাশে সাইকেল চালানোর পথে ভাড়া করা একটি ট্রাক পথচারী ও সাইকেলচালকদের ওপর তুলে দিয়ে আটজনকে হত্যা করেছেন এক যুবক।

স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাতে) নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বহু লোককে হতাহত করা ২৯ বছর বয়সী সন্দেহভাজন স্কুলবাসকে ধাক্কা গিয়ে পিকআপ নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলি চালায়। সেই গুলি তাঁর পেটে লাগে। এর পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ট্রাকের ভেতর থেকে একটি চিরকুট পাওয়া গেছে যেটি তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে সেইপভের সংশ্লিষ্টতা প্রমাণ করে। আর নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে এমনটিই জানাচ্ছে সিবিএস নিউজ।

টনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলায় নিহত ও তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও প্রার্থনা রইল। স্রষ্টা ও দেশ আপনাদের পাশে থাকবেন।’

নিউ ইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও বলেছেন, ‘নিরপরাধ মানুষকে টার্গেট করে এটা কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ম্যানহাটনের টুইন টাওয়ারে বিমান হামলায় দুই হাজার ৬০০-এর বেশি লোক নিহত হওয়ার পর মঙ্গলবারের ঘটনাটিই ছিল নিউইয়র্কে সবচেয়ে প্রাণঘাতী।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.