মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একই পরিবারের তিনজন অস্বাভাবিক মৃত্যু হয়েছে ।বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এই ঘটনা ঘটে।
তাঁরা ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতরা হলেন, আব্দুল মোমিন (৫০), তার স্ত্রীর লুবনা বেগম(৪৪) এবং তাদের ছোট মেয়ে সানজিদা আক্তার (৯)
স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস প্রথমবলেন, মোমিন মাছের ব্যবসা করেন। আমি এখানে এসে শুনেছি মোমিন আর্থিক সংকটে ছিলেন। মমিন, লুবনা ও সানজিদাকে এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তাঁরা মারা যান।
মোমিনের বড় মেয়ে স্বর্ণ আক্তার বলেন, আজ বিকেলে আমার বাবা আমাদের সবাইকে নতুন জামাকাপড় কিনার জন্য বাজারে নিয়ে যেতে চেয়েছিলেন। এ সময় আমি যেতে রাজি না হওয়ায় আমার মা আর ছোট বোনকে নিয়ে চলে যান। সন্ধ্যার পরও তাঁরা বাড়ি না ফিরলে আমার দুশ্চিন্তা হতে থাকে। পরে শুনতে পাই তাঁরা তিনজন বিষ খেয়েছে এবং তাদের আমাদের বাড়ির অদূরে একটি জমির মধ্যে লাশ পাওয়া গেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যপারে আমাদের তদন্ত চলছে।