Home বিজ্ঞান ও প্রযুক্তি শাওমির রেডমি নোট ৫-এ প্রাইম সেলফি ফোনের অগ্রীম-বুকিং শুরু l

শাওমির রেডমি নোট ৫-এ প্রাইম সেলফি ফোনের অগ্রীম-বুকিং শুরু l

1831
0
SHARE

বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে অবমুক্ত করতে যাচ্ছে ১৬ মেগাপিক্সেলের সাশ্রয়ী মূল্যের সেলফি ফোন।

এই স্মার্টফোনটি আগামী সপ্তাহ থেকে শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটার সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেডের (এসইবিএল) অনুমোদিত বিক্রয়কেন্দ্রে পাওয়া যাবে। আর গ্রাহকরা ৩ নভেম্বর (শুক্রবার) থেকে প্রি-বুকিং দিতে পারবেন।২ হাজার টাকা জমা দিয়ে স্মার্টফোনপ্রেমীরা শাওমি বাংলাদেশের ওয়েবসাইট www.xiaomibangladesh.com.bd এবং অনুমোদিত বিক্রয় কেন্দ্র থেকে বুকিং দিতে পারবেন। সঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হবে আকর্ষণীয় শীতের জ্যাকেট।

অগ্রীম বুকিং চলবে আগামী ৮ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

তুন এই ডিভাইসের মূল আকর্ষণ হচ্ছে এর ফ্রন্ট (সেলফি) ক্যামেরা ১৬  মেগাপিক্সেল lআর পেছনের ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের সঙ্গে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির ২.৫ডি কার্ভড এইচডি ডিসপ্লে।একজন ব্যবহারকারী ইচ্ছা করলে সর্বোচ্চ ১২৮ গিগার মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন lদুটি সিম কার্ড এবং মেমোরি কার্ড একই সঙ্গে ব্যবহার করা যাবে ফোনটিতে lরেডমি নোট ৫-এ প্রাইম ফোনটির দাম ১৬ হাজার ৯৯০ টাকা, সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

Web side :www.xiaomibangladesh.com.bd

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.