Home বিজ্ঞান ও প্রযুক্তি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ১কোটি টাকার ফোন জব্দ

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ১কোটি টাকার ফোন জব্দ

1496
0
SHARE

নিজেস্ব প্রতিবদেক : আজ সোমবার রাজধানী বসুন্ধরা শপিং কমপ্লেক্সে কাস্টম অফিসার অভিযান চালিয়েছে। ওই অভিযান মূল টার্গেট ছিলো বিভিন্ন ফোন দোকান গুলা । অভিযান চালিয়ে প্রায় আনুমানিক ১ কোটি টাকার অবৈধ ভ্যাট বিহীন ফোন বাজেয়াপ্ত করেছে ভ্যাট এক্সেন্জ এন্ড কাস্টম অফিসার। মূলত অভিযান চালানো হয়েছে ক্রেতা সেজে, আটক কৃত ফোন এর মধ্যে বেশীর ভাগই অইফোন ।
যে দোকান গুলাে দিনের পর দিন সরকার এর আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভ্যাট বিহিন ব্যাবসা পরিচালনা করেছে তাদের এই মূলত রেট করেছে।
এর মধ্যে উল্লেখ যোগ্য দোকান গুলা হল: Phone exchange,electro,gadget zone।
এদের প্রত্যেক এরই প্রায় ৫০ লক্ষ টাকা এর কাছাকাছি মূলে ফোন আটক করা হয়েছে ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.