পাকিস্তানের একটি দুর্নীতিবিরোধী আদালত মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দেশটির বর্ষীয়ান এই রাজনীতিক কয়েক দফায় আদালতে শুনানিতে হাজিরা না দেয়ায় এই আদেশ জারি করা হয়
আন্তর্জাতিক বাজার থেকে পাকিস্তান যখন বাড়তি একশ কোটি ডলার ঋণ নেয়ার চেষ্টা করছে, তখন এই পরোয়ানা জারি করা হলো। ধারণা করা হচ্ছে, তার এই গ্রেপ্তারি পরোয়ানার প্রভাব পড়তে পারে দেশটির সরকারের এই প্রচেষ্টায়।
২৫ সেপ্টেম্বরের মধ্যে অর্থমন্ত্রীকে আদালতে উপস্থিত হতে বলেছেন বিচারক। বহিষ্কৃত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, তার ছেলে-মেয়ে এবং অর্থমন্ত্রীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছে পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা এনএবি।
ইসহাক দারের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) আদালতে শুনানি অনুষ্ঠিত হচ্ছিল।
আদালতের এক বিবৃতি বলা হয়েছে, ক্রমাগত অনুপস্থিতির কারণে বিচারক মোহাম্মদ বশির এই পরোয়না জারি করেছেন।
তবে দার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। বর্তমানে চিকিৎসার জন্য তিনি লন্ডনে রয়েছেন। তাই পাকিস্তানে ফিরলেই গ্রেপ্তার হতে পারেন দার।