Home ক্রিকেট কুমিল্লার টানা তৃতীয় জয়ে এবারের আসরে শক্তিশালী দল

কুমিল্লার টানা তৃতীয় জয়ে এবারের আসরে শক্তিশালী দল

1454
0
SHARE
ব্যাট হাতে অবদান ছিল ইমরুলের কুমিল্লার জয়ে ।

বিপিএলের গত আসরে মোটেও ভালো করতে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ানস। ১২ ম্যাচে মাত্র ৫ জয় নিয়ে শেষ চারের আগেই ছিটকে পড়েছিল ফ্র্যাঞ্চাইজি দলটি। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
মঙ্গলবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে মুখোমুখি হয় কুমিল্লা ভিক্টোরিয়ানস ও চিটাগাং ভাইকিংস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কুমিল্লা। ম্যাচে ইনজুরি কাটিয়ে দলে ফিরেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।

প্রথমে ব্যাটিং করে চার উইকেটে ১৩৯ রান সংগ্রহ করেছিল চিটাগং। জবাবে ছয় উইকেট ও ১১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় কুমিল্লা।
১৪০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারায় কুমিল্লা। লিটন দাস ও ইমরুল কায়েসের ব্যাটে এরপর লড়াইয়ে ফেলে দলটি। লিটন দাস (২১) রানে মুনাবিরার বলে সরাসরি বোল্ড হয়ে ফিরলে কুমিল্লার তখন ৩৯ রান।এরপর ইমরুল কায়েস ও জস বাটলার ম্যাচের লাগাম ধরেন। দলীয় ১১৩ রানে ইমরুল (৪৫) রান করে সানজামুলের বলে তানভীরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
এরপর দলীয় ১৩৪ রানে আউট হন বাটলার। ততক্ষণে অবশ্য জয়ের কাছাকাছি চলে এসেছে কুমিল্লা। ৩১ বলে ৪৪ রান করেন বাটলার। মারলন স্যামুয়েলস ও মোহাম্মদ নবী মিলে বাকি পথটুকু নির্বিঘ্নেই পাড়ি দেন। চিটাগংয়ের দিলশান মুনাবিরা ও সানজামুল নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাটিংয়ে নেমে চিটাগাংয়ের দুই ওপেনার লুক রনকি ও সৌম্য সরকার স্কোরবোর্ডে প্রথম ৫ ওভারেই ৪৬ রান তোলেন।সৌম্য ও দিলশান মুনাবিরা চেষ্টা করলেও আরাফাত সানি, রশীদ খান ও মোহাম্মদ নবীর বিপক্ষে স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না।
চার উইকেট হারিয়ে মাত্র ১৩৯ রানই তোলেন সৌম্য-মিসবাহরা। কুমিল্লার মোহাম্মদ নবী, সাইফুদ্দিন, ব্রাভো ও রশীদ খান নেন একটি করে উইকেট।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.