Home দুর্ঘটনা বনানীতে একটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

বনানীতে একটি প্রতিষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

1091
0
SHARE

রাজধানীর বনানীতে জনশক্তি রফতানিকারক একটি প্রতিষ্ঠানের ভেতরে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সিদ্দিকুর হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন।
একই ঘটনায় আহত হয়েছেন চার জন। আহতদের ইউনাইডেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মোস্তাক হোসেন, মোখলেছুর রহমান ও মিরাজ পারভেজ।
আহত দুজনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনানী বি ব্লকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাসায় সিদ্দিক মুন্সির জনশক্তি রপ্তানির একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে সেখানে চারজন দুর্বৃত্ত অতর্কিতে ঢুকে গুলি করে পালিয়ে যায়।

এদিকে বনানী থানার পরিদর্শক মো. আব্দুল মতিন বলেন, রাত পৌনে ৮ টার দিকে তিন জন সন্ত্রাসী এস মুন্সি ওভারসিস রিক্রুটিং এজেন্সিতে ঢুকে গুলি করে। তবে কে বা কারা এর সঙ্গে জড়িত তা প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি। কী কারণে এ হামলা করা হয়েছে, বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলাকারী সবাই মুখোশ পড়া ছিল বলে জানা গেছে।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.