Home জীবনযাপন নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, বৃষ্টি থাকছে শনিবার পর্যন্ত

নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, বৃষ্টি থাকছে শনিবার পর্যন্ত

1180
0
SHARE
নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, বৃষ্টি থাকছে শনিবার পযন্ত

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে প্রায় সারা দিন টিপ টিপ বৃষ্টি ঝরছে পাশাপাশি ঝোড়ো হাওয়া। দেশের তিনটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত এবং ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে নৌবন্দরগুলোকে ।

আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা তিনটায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে,মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে,পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ থেকে দক্ষিণ-পশ্চিমে,কক্সবাজার থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরও ঘণীভূত হয়ে উত্তর বা উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো বাতাস হয়ে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে, তার বদলে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং একই সাথে তাদের গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

পাবনা, রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকায় উত্তর-পূর্ব দিক থেকে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আসংঙ্কা করা হচ্ছে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, খুলনা, রাজশাহী, বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্র্র বৃষ্টি হত পারে। এ ছারা কোথাও কোথও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হত পারে। ধারণা করা হচ্ছে  এই বৃষ্টি শুক্র ও শনিবার হতে পারে। এ ছাড়া দেশে বিদেশের সকল খবর পেতে চোখ রাখুন অনলাইন বাংলা পেপার ডট কম এ

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.