Home আন্তর্জাতিক তিন বছরের মধ্যে ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখেন কিম

তিন বছরের মধ্যে ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখেন কিম

1143
0
SHARE

অনলাইন ডেস্ক : সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি চাঞ্চল্যকর গবেষণা রিপোর্ট দিয়েছে, ‘মার্কিন নৌ সেনার যে কোনওরকম হামলার জবাবে কিম জংয়ের একটি নির্দেশে দুনিয়া জুড়ে ঘটতে পারে পর পর পরমাণু বিস্ফোরণ৷
পরমাণু অস্ত্রের ভাণ্ডার প্রস্তুত রেখেছে উত্তর কোরিয়া। প্রয়োজন হলে তারা সেই সংখ্যা আরও বাড়িয়ে নিতে পারে। অন্তত ৬০টি পরমাণু বোমা তৈরির ক্ষমতা রাখেন গামী তিন বছরের মধ্যে।’

এই মার্কিন প্রতিষ্ঠানের রিপোর্ট পেয়েই নড়েচড়ে বসেছেন পেন্টাগনের সেনা কর্তারা৷

১৯৯৯ সালের হিসেব অনুসারে পিয়ংইয়ংয়ের হাতে মাত্র দুটি পরমাণু বোমা রয়েছে। সেটা বেড়ে ১০টি হতে পারে ২০২০ সালের মধ্যে। গবেষকরা গবেষণা দেখছেন পরমাণু কর্মসূচিতে ব্যাপক অগ্রগতি ঘটিয়েছে উত্তর কোরিয়া৷ পরমাণু বোমা তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রাকৃতিক সম্পদ।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.