Home বাংলাদেশ ৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে সারা দেশে আনন্দ শোভাযাত্রা আজ

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে সারা দেশে আনন্দ শোভাযাত্রা আজ

993
0
SHARE

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়া উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সারা দেশে আজ শনিবার আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
এ ছাড়া বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও বাংলাদেশিদের সম্পৃক্ত করে অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ বিষয়ে জানান। শোভাযাত্রায় সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঢাকা মহানগরের কর্মসূচি শুরু হবে দুপুর ১২টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর শুরু হবে শোভাযাত্রা। কলাবাগান-সায়েন্স ল্যাব হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে তা শেষ হবে। বিকেল ৩টায় সেখানে সভা হবে।
সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগত বক্তব্যের পর ৭ মার্চের ভাষণের প্রেক্ষাপট বর্ণনা করে ভাষণটি বাজানো হবে।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্বীকৃতি উদ্‌যাপন অনুষ্ঠানে অংশ নেবেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, এনজিও, স্কাউটসসহ সর্বস্তরের জনগণ। এ ছাড়া পুলিশের সুসজ্জিত ঘোড়া, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, শিক্ষা প্রতিষ্ঠানের সুসজ্জিত বাদক দল, সুসজ্জিত ঘোড়ার গাড়ি এবং সর্বস্তরের জনগণ আনন্দ শোভাযাত্রায় যোগ দেবেন।

ট্রাফিক দক্ষিণ বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সরবরাহ করা আনন্দ শোভাযাত্রার সড়ক নির্দেশনা

ঢাকার বাইরে সব জেলা ও উপজেলায়ও আনন্দ শোভাযাত্রা এবং আলোচনাসভা হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৭ মার্চের ভাষণের স্বীকৃতি উদ্‌যাপন কোনো রাজনৈতিক বিষয় নয়। এটা দেশের জন্য বিশাল অর্জন। তা জানানোর জন্যই এই আয়োজন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.