সাভার মডেল থানার ভেতরে পুলিশ কোয়ার্টারে থানার এসআই তাহমিনার লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত ৯টার দিকে ওই বাসা থেকে তাহমিনার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মহসিনুল কাদির জানান তাহমিনা নিজ রুমে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ বলছে, এসআই তাহমিনা মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন। স্বামী ও দুটি শিশু নিয়ে চারতলা কোয়ার্টারের নিচতলার ফ্ল্যাটে থাকতেন তিনি। তার স্বামী মোবারক হোসেন একটি বেসরকারি ডেভোলাপার কোম্পানিতে কর্মরত আছেন।
স্ত্রীর সঙ্গে কোনো ঝামেলা ছিল না দাবি করে মোবারক হোসেন অনলাইন বাংলা পেপারকে বলেন, “বাবার বাড়ি যাওয়ার জন্য সাড়ে ৮টার দিকে পাশের রুমে গিয়ে ব্যাগ গোছাচ্ছিল তাহমিনা। হঠাৎ ছোট মেয়ে কান্নাকাটি করলে তাহমিনাকে ডাকলে না আসায় সন্দেহ হয়।
পরে দরজা আটকানো দেখে অন্যদের ডেকে দরজার ভেঙে ভিতরে ঢুকে দেখি ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো আছে তাহমিনা।
ওই দম্পতির তানভীর হোসেন (৫) ও মাহেরা নামের (দুই মাস) দুই সন্তান রয়েছে। তাহমিনা সাভার থানায় ছয় বছর ধরে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।