Home আন্তর্জাতিক সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ অন্তত ৫৩

সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় ২১ শিশুসহ অন্তত ৫৩

1840
0
SHARE

সিরিয়ায় বিমান হামলায় ২১ শিশুসহ অন্তত ৫৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর প্রকাশ করা হয়।

গতকাল রোববার সকালে সংঘটিত এ হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক গ্রুপ এসওএইচআর জানায়, বিমান হামলার শিকার গ্রামটি সিরিয়ার দেইর আল-জহুর প্রদেশে অবস্থিত। যেটি এখনো ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএসের দখলে রয়েছে।

এসওএইচআর প্রাথমিকভাবে জানায়, আবাসিক ভবনে বিমান হামলার ঘটনায় ৩৪ জন নিহত হয়েছেন। কিন্তু পর্যবেক্ষক গ্রুপের প্রধান রামি আবদেল রহমান সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ধারণা করা হচ্ছে, বিমান হামলায় হতাহতের সংখ্যা আরো বাড়বে। তিনি জানান, দিনভর উদ্ধার তৎপরতা চালিয়ে হামলার ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে।

এ হামলা মূলত জঙ্গিগোষ্ঠী ও তাদের দুর্গে আঘাত হানার জন্যই চালানো হয়েছে, রাশিয়া এই বিমান হামলার কথা স্বীকার করে জানিয়েছে।দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সিরিয়ায় দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধে এক গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া।
আশা করা হচ্ছে সিরিয়ার সংকট নিয়ে শান্তি আলোচনা হতে পারে জাতিসংঘের সমর্থনে আগামী সপ্তাহে জেনেভা সম্মেলনে। কিন্তু সিরিয়া সংকট নিয়ে এর আগের সব আলোচনাই ব্যর্থ হয়েছে। সে ক্ষেত্রে দেখার বিষয়, এ আলোচনা কতটা কার্যকর হবে।

হাজার হাজার মানুষ নিহত হয়েছে দীর্ঘ সাত বছর ধরে সিরিয়ায় চলমান সংকটে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে এক কোটি ২০ লাখের বেশি মানুষ।

এদিকে চলমান সংকটের মধ্যেই বিভিন্ন সময়ে আসাদ সরকার ও বিদ্রোহী গ্রুপ এর মধ্যে শান্তি আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেছে। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে সংকট সমাধানের চেয়ে যুদ্ধকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.