শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নতুন এক কীর্তি গড়েছেন মোস্তাফিজ। দ্রুততম ৫০ উইকেট শিকারি বোলার হওয়ার পাশাপাশি এই রেকর্ডটাতে ছুঁয়েছেন ওয়াকার ইউনুসকে। এই আনন্দের মাঝেই মোস্তাফিজকে আরেকটি সুসংবাদ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দুই কোটি রুপিতে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তার দাম উঠেছে ২ কোটি ২০ লাখ রুপি; পেয়েছেন নতুন দল।
সাকিবের চেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন বাঁহাতি এই কাটার মাস্টার।তার ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি।
ইনজুরির কারণে দীর্ঘ ফর্মহীনতায় ভোগা মুস্তাফিজুর রহমানকে এবার আইপিএলের কোনো দল কিনবে কিনা তা নিয়ে সংশয় ছিল। ২০১৭ সালের গত মৌসুমে ইনজুরির কারণে নিয়মিত হতে না পারলেও আইপিএলে কমেনি মুস্তাফিজের দাম।
প্রথম ডাকে মুস্তাফিজকে নিতে আগ্রহী হয় দিল্লি ডেয়ারডেভিলস। পরে নিলামে যোগ দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই ফ্র্যাঞ্চাইজির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পায় মুম্বাই। মুস্তাফিজকে কিনতে মুম্বাই খরচ করেছে দুই কোটি ২০ লাখ রুপি।
২০১৬ আইপিএলে দলটির শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। এবার মুস্তাফিজের পুরোনো দলে খেলবেন সাকিব।
এখন পর্যন্ত সর্বাধিক দাম উঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের; ১২ কোটি ৫০ লাখে তিনি খেলবেন রাজস্থান রয়্যালসে।