Home ক্রিকেট পাকিস্তানের সিরিজ জয় | নিজেদের রেকর্ডই ভাঙল পাকিস্তান

পাকিস্তানের সিরিজ জয় | নিজেদের রেকর্ডই ভাঙল পাকিস্তান

982
0
SHARE
ক্যারিবিয়ানদের বিপক্ষে পাকিস্তানের সিরিজ জয়

প্রথম টি-টোয়েন্টিতে ১৪৩ রানে ধরাশায়ী। দ্বিতীয় ম্যাচেও জয়ের সামান্যতম সম্ভাবনাও জাগাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং-বোলিংয়ে দাপট দেখিয়ে ক্যারিবিয়ানদের এক প্রকার উড়িয়েই দিয়েছে পাকিস্তান। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

টসে জিতে ব্যাটিংয়ে নেমেই অবশ্য একটা প্রাথমিক ধাক্কা খেয়েছিল পাকিস্তান। ১১ রানেই ফিরে যান ওপেনার ফখর জামান। কিন্তু এই পর্যন্তই। ক্যারিবীয়দের আনন্দ এরপর থেকেই ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে বাবর আজমের ব্যাটে। হুসেইন তালাতকে সঙ্গী করে গড়েন ১১৯ রানের জুটি। বাবর মাত্র ৫৮ বলে ৯৭ রান করে শেষ অবধি অপরাজিত থাকেন। আগের ম্যাচেই অভিষিক্ত তালাত ৪১ বলে করেন ৬৩। পাশাপাশি শোয়েব মালিক ৭ বলে ১৭ আর আসিফ আলী ৮ বলে ১৪ করে পাকিস্তানের সংগ্রহটা নিয়ে যান ২০৫-এ। দুঃস্বপ্নের দিনে ক্যারিবীয় বোলারদের মধ্যে সবচেয়ে ‘সফল’ ছিলেন রায়াদ এমরিট, কেসরিক উইলিয়ামস ও ওদিয়ান স্মিথ। এই তিনজনই একটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ৪৭, ৪৩ ও ৪০ রানের বিনিময়ে।

২০৬ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে মোহাম্মদ আমির, শাদাব খান ও তালাত মাহমুদের বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ। সর্বোচ্চ ৪০ রান করতে পেরেছেন চাদউইক ওয়াল্টন। দিনেশ রামদিন যোগ করেছিলেন ২১ রান। আমির ২২ রানে ৩ উইকেট, শাদাব ২৩ রানে ২ উইকেট ও তালাত ১২ রান খরচায় দুটি করে উইকেট লাভ করেন।

 

• দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
• ‘২০৫’ টি-টোয়েন্টিতে পাকিস্তানের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
• বাবর আজমের ব্যাট থেকে এসেছে ৯৭।
• হুসেইন তালাত করেছেন ৬৩।
• মোহাম্মদ আমির নিয়েছেন ৩ উইকেট।