ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর রণবীর কাপুর পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের প্রেমে বেশ কিছুদিন থেকে হাবুডুবু খাচ্ছেন । বলিউড পাড়ায় খবরটি অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল।
সম্প্রতি এই দুই তারকাকে আবার একসাথে দেখা গেছে নিউইয়র্কের রাস্তায়। তাও আবার দু’জনে একসাথে সিগারেট টানা অবস্থায়। এ সময় রণবীরের পড়নে ছিল টি-শার্ট আড় মাহিরা পড়েছিলেন সাদা জামা।
পাপারাজ্জিদের হাত থেকে বুঝি রক্ষা নেই তারকাদের। যেখানেই যান না কেন,ক্যামেরার চোখ তাদের পিছু ছাড়বে না যেন! তাহলে রণবীর-মাহিরার প্রেমের ব্যাপারটি শেষমেশ গুজব থেকে সত্যি হচ্ছে?
সম্প্রতি শাহরুখ খানের ‘রইস’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন মাহিরা খান। রণবীরের সাথে পরিচয় দুবাই-এর একটি ইভেন্টে।
সে সময় রণবীর এবং মাহিরার এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়ে পড়ে। জল কতদূর গড়ায়-সেটাই এখন দেখার পালা।
হিন্দুস্তান টাইম